কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আজ মিছিল হরিশ মুখার্জি রোডে

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে। শনিবার সেই আন্দোলন পড়ল ১০০ দিনে। এদিন হরিশ মুখার্জি রোড অর্থাৎ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ দিয়েই মিছিলে হাঁটবেন যৌথ মঞ্চের সদস্যরা। অদূরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও বাসভবন। এদিকে এই মিছিলের অনুমতি মিললেও হরিশ মুখোপাধ্যায় রোডে যাওয়ার অনুমতি দিচ্ছিল না পুলিশ। কারণ, এটা নিঃসন্দেহে হাই-অ্যালার্ট জোন। এদিকে নাছোড় বান্দা আন্দোলনকারীরাও। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি রাজাশেখর মান্থা সেই অনুমতি দেন।
আপাতত আন্দোলনকারীদের যা কর্মসূচি তাতে শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মেট্রো করে হাজরা যাবেন আন্দোলনকারীরা। এরপর হাজরার দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ও ডি এন রোড ধরে ডান দিক দিয়ে আশুতোষ মুখার্জি রোড হয়ে এসপি মুখার্জি রোড পেরিয়ে হাজরা মোড়ে এসে মিছিল শেষ হবে। বেলা ১ টা থেকে শুরু হবে এই মিছিল। এদিকে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত কলকাতা পুলিশ। কালীঘাট ফায়ার স্টেশনের সামনে বিশাল পুলিশবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে জল কামানও। কলকাতা পুলিশের সব কটি ডিভিশন থেকে ফোর্স নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =