মাওবাদী-মুক্ত অভিযানে ফের সাফল্য, ছত্তিশগড়ে নিহত দুই কুখ্যাত নকশাল

রায়পুর : মাওবাদী-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। এবার কোন্ডাগাঁও-নারায়ণপুর সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই কট্টর নকশাল নিহত হয়েছে। বস্তারের আইজি পি সুন্দররাজ বলেছেন, এনকাউন্টারস্থল থেকে একে-৪৭ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

বুধবার সকালে আইজি পি সুন্দরররাজ জানিয়েছেন, কোন্ডাগাঁও-নারায়ণপুর সীমানার কাছে কিলাম-বার্গাম জঙ্গলে ডিআরজি এবং বস্তার ফাইটারদের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই নকশাল খতম হয়েছে।

নিহত দুই মাওবাদীর নাম – ডিভিসিএম হালদার এবং এসিএম রামে। অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =