শনি-রবি বাতিল বহু ট্রেন, সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা

চলতি সপ্তাহের শনি ও রবিবার দমদম জংশন স্টেশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য শিয়ালদা ডিভিশনে বাতিল থাকবে একাধিক ট্রেন, এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
কলকাতার  দমদম জংশন স্টেশনের আপ লাইনে রেল ট্র্যাকের মেরামতির কাজ হবে ৷ তারই জেরে আগামী শনি (২৫ তারিখ) ও রবিবার (২৬ তারিখ) শিয়ালদহ বিভাগে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।  বৃহস্পতিবার পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছে রেল ট্র্যাকের মেরামতির জন্য ওই শাখাতে ১২ ঘণ্টার পাওয়ার ব্লক করা হচ্ছে । যার দরুন শনিবার রাত ১১:৩৫  মিনিট থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৭:৩৫  মিনিট পর্যন্ত কাজ করা হবে।
এই মেরামতির কাজের জন্য ওই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে ।

যে লোকাল ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা

শিয়ালদা–ডানকুনি : আপ ৩২২৪৯ / ডাউন ৩২২৫২

শিয়ালদা-বনগাঁ : আপ ৩৩৮১৩ / ডাউন ৩৩৮১৪

শিয়ালদা-হাবড়া : আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩ / ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪

শিয়ালদা-হাসনাবাদ : আপ ৩৩৫১১ / ডাউন ৩৩৫১২

শিয়ালদা-ডানকুনি : আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ / ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ,৩২২২০

শিয়ালদা-দত্তপুকুর : আপ ৩৩৬১৩ / ডাউন ৩৩৬১২, ৩৩৬১৬

শিয়ালদা-কল্যাণী সিমন্ত : আপ ৩১৩১১, ৩১৩১৩ / ডাউন ৩১৩১৪, ৩১৩১৬

শিয়ালদা-শান্তিপুর : আপ ৩১৫৩১৩  / ডাউন ৩১৫১৪

শিয়ালদা-গেদে : আপ ৩১৯১১ / ডাউন ৩১৯১৪

শিয়ালদা-কৃষ্ণনগর : ​​আপ ৩১৭১৫ / ডাউন ৩১৮১৬

শিয়ালদা-ব্যারাকপুর : আপ ৩১২১৩ / ডাউন ৩১২১৪

শিয়ালদা-নৈহাটি : আপ ৩১৪৭১ / ডাউন ৩১৪১৮, ৩১৪২২

শিয়ালদা-রানাঘাট : আপ ৩১৬১১, ৩১৬১৫ / ডাউন ৩১৬১২, ৩১৬১৪

বজবজ-শিয়ালদা : আপ ৩৪১২১

যে সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেনের রি-শিডিউল করা হয়েছে তার তালিকা এক নজরে :

১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৬ নভেম্বর সকাল ৬:৫০ মিনিটের পরিবর্তে শিয়ালদা থেকে সকাল ৭:৩৫ মিনিটে ছাড়বে ৷

১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস ২৬ নভেম্বর কলকাতা থেকে সকাল ৬:৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮:২০ মিনিটে ছাড়বে ৷

এছাড়া ৩১০৫১ বজবজ-নৈহাটি, নৈহাটির পরিবর্তে শিয়ালদা দক্ষিণে যাত্রা শেষ করবে ।
এছাড়াও ৩১০৫২ নৈহাটি- বজবজ ২৬ নভেম্বর বজবজের পরিবর্তে শিয়ালদহতে যাত্রা শেষ করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =