ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে জলমগ্ন তামিলনাড়ু ও পুদুচেরির বহু এলাকা, উদ্ধারকাজ জারি

পুদুচেরি : ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ু ও পুদুচেরিতে শনিবার রাতে আছড়ে পড়ে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল বরাবর কারাইকাল ও মহাবলীপুরমের মধ্যে স্থলভাগ অতিক্রম করেছে সেটি। রবিবার ঝোড়ো হাওয়া-সহ ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। রবিবার সকালে শক্তি হারিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়। রবিবার সকাল সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।

ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবে পুদুচেরিতে বহু জায়গায় জল জমে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধারকারী দল ১০০ জনকে স্থানান্তরিত করেছে।

৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুদুচেরির জেলাশাসকের অনুরোধের ভিত্তিতে এই উদ্ধারকাজ বলে জানা যাচ্ছে। এদিকে এনডিআরএফ-ও মোতায়েন করা হয়েছে।এনডিআরএফ-এর দল তামিলনাড়ুর কুড্ডালোরে জমা জলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =