একই অলিম্পিক্সে পর পর দুটো পদক জয়লাভ করার নজির গড়েছেন মনু ভাকের। এই নজিরের ফলে মনু ভাকের কে বিশেষ সম্মাননা দেওয়ার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। মনু ভাকেরের এই অবদানের কথা মাথায় রেখে প্যারিস অলিম্পিক্সের শেষ দিনে তাঁর হাতেই তুলে দেওয়া হবে ভারতের পতাকা অর্থাৎ তিনি ভারতের পতাকা বাহক হবেন তিনি।
এক অলিম্পিক্স থেকে জোড়া পদক জয়ের নজির গড়েছিলেন এর আগে ব্রিটিশ বংশোদ্ভুত এক ভারতীয়। সালটা ছিল ১৯০০। সে বছর অলিম্পিক্সে দুটো পদক পেয়েছিলেন নরম্যান প্রিচার্ড । আর এবার অর্থাৎ ২০২৪ এ এসে সেই ইতিহাস কে ভাঙলেন মনু। জিতলেন জোড়া পদক। অলিম্পিক্সের শুরুতে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন শরৎ কমল ও পিভি সিন্ধু। আর শেষ দিনে ভারতের হয়ে পতাকা বহন করতে দেখা যাবে মনু ভাকেরকে।