জোড়া পদকে নজির গড়েছেন মনু ভাকের। এ বার হ্যাটট্রিকের স্বপ্ন দেখাচ্ছেন। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকের ইতিহাস গড়েছেন শুটার মনু ভাকের। ব্যক্তিগত ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদকে খাতা খোলেন। সেটি প্যারিসে দেশেরও প্রথম পদক ছিল। এরপর সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টেও ব্রোঞ্জ পদক মনু ভাকেরের। তাঁর স্পেশালিটি ২৫ মিটারে। এ দিন যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত। দ্বিতীয় স্থানে থেকে ২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন মনু ভাকের।
এ দিন ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তাঁর সঙ্গে ছিলেন আরও এক ভারতীয় শুটার ঈশা সিংও। মনু একাই ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। প্যারিস অলিম্পিকে এখনও অবধি তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে। তিনটিই শুটিংয়ে। মনু ভাকের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট মিলিয়ে দুটি ব্রোঞ্জ। এ ছাড়াও পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পি-তে ব্রোঞ্জ এনেছেন স্বপ্নিল কুসালে। মনু ভাকের যে ছন্দে রয়েছেন, তাতে হ্যাটট্রিকের সম্ভাবনা প্রবল। হয়তো পদকের রং বদলাতেও পারে।