কলকাতা : কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বর্মাকে। তিনি ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে।
মনোজবাবু রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন।
এতদিন আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত এডিজি ছিলেন মনোজ ভার্মা। তাঁকে কলকাতার পুলিশ কমিশনার করার পর সেই পদে আনা হল আইপিএস অফিসার জাভেদ শামিমকে। জাভেদ একদা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন।
কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারীরা। তাতেও সম্মত হন মুখ্যমন্ত্রী। অভিষেককে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদ থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া সেকেন্ড বাটালিয়নে। তাঁকে কমান্ডান্ট করা হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুলিশে
আনা হচ্ছে শিলিগুড়ি পুলিশের ডি সি (ইস্ট) দীপক সরকারকে।
অর্থনৈতিক অপরাধসমূহ বিভাগের অধিকর্তা জ্ঞানবন্ত সিংকে করা হলো এডিজি (আইবি)।
তাঁর জায়গায় পাঠানো হচ্ছে এডিজি (এসটিএফ) ত্রিপুরারি অথর্বকে।
মঙ্গলবার দুপুরে নবান্ন কলকাতার নতুন পুলিশ কমিশনার-সহ এই রদবদলের কথা জানায়।