শারজাহ : বুধবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার ম্যাচ খেলতে নামার আগে ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা তাদের নেট রান রেট নিয়ে উদ্বেগকে দূরে সরিয়েছেন। স্মৃতি মান্ধানা এনআরআর উদ্বেগের চেয়ে ম্যাচ জেতাকে অগ্রাধিকার দিয়েছেন।
‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় সত্ত্বেও, তাদের উদ্বোধনী খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানে পরাজয়ের কারণে ভারতের এখনও নেতিবাচক এনআরআর রয়েছে।
গ্রুপ এ-তে পাঁচটি দলের মধ্যে চারটি দল বর্তমানে দুটি পয়েন্ট করে টাই অবস্থায় রয়েছে। গ্রুপটির প্রতিটি দল এখন ফাইনালে যাওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে।সেখানে রান রেট উল্লেখযোগ্য ভূমিকা দিতে পারে।