কলকাতা : বুধবার দক্ষিণ কলকাতায় বাঁশদ্রোণী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক ব্যক্তি রাস্তায় দৌড়ে গিয়ে পালাতে চেষ্টা করা স্ত্রীকে ধরে ছুরিকাঘাত করে।
সকালে বাঁশদ্রোণীর রাস্তায় এই ঘটনা দেখে পথচলতি মানুষজনও হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়েন। কিছুদূর ধাওয়া করে স্ত্রীকে ধরে রাস্তার উপরেই ওই ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই মহিলা। আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।
জানা গিয়েছে, সীমা নস্কর ও হরিপদ নস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী। সীমা নস্কর এলাকায় পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে একাধিক বিষয়ে স্বামী সন্দেহ করছিল বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সেই বিষয়েও সন্দেহ চলত বলে অভিযোগ। সেই নিয়ে দু’জনের মধ্যে প্রবল অশান্তিও হচ্ছিল।
বুধবার সকালে বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। সেসময় হরিপদ নস্কর ঘরের ভিতরেই ধারালো ছুরি দিয়ে সীমাকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সীমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটতে থাকেন।
অভিযোগ, ছুরি হাতেই স্ত্রীর পিছনে তাড়া করেন হরিপদ। আক্রমণ করার পরেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রাই পুলিশে খবর দেন। রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রাথমিক খবর।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

