নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার

কলকাতা : ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নামে নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আমি এদের শাস্তি চাই। আদালত কী করবে জানি না। কিন্তু মানুষ এদের বিচার করবে। মানুষের হাতে তুলে দিলেই বিচার হবে।”

যদিও পরমুহুর্তেই তৃণমূল নেত্রীর সাবধান বাণী, “আইন নিজের হাতে তুলে নেবেন না।” বস্তুত তৃণমূল নেত্রী চাইছেন, আইন নিজের হাতে না তুলে নিলেও অন্তত কর্মীরা যেন সরব হন বিজেপির বিরুদ্ধে।

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বলেন, “ছাত্রছাত্রীদের নামে এরা কারা? ছাত্রদের গার্জেন কল হয়েছিল নাকি। এরা বাংলার মানুষ? বাংলার মানুষ হলে নবান্ন চিনত না? রাজভবন চিনত না? অনেকে তো দেখলাম রাজভবনের দক্ষিণ দ্বারে ঢিল মেরেছে।” তৃণমূল নেত্রীর প্রশ্ন, “এরা বাংলার মানুষ? বাংলার মানুষ হলে রাজভবন চিনত না? নবান্ন চিনত না?”

এর পরই তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, “বাংলায় থাকবেন, আর বাংলাকে বদনাম করবেন, এটা আমি মেনে নেব না। কখনও কখনও মানুষকে সহ্য করতে হয়। কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, আমি কী করতে পারি আপনারা জানেন না। আমাকে ছোঁয়া অত সহজ নয়।”

মমতার সাফ কথা, “আমরা সবার বিচার চাই। আদালত কী করবে জানি না। বিজেপি বললেই আদালত ছেড়ে দেয়। কিন্তু মানুষের হাতে তুলে দিলে মানুষ তো এদের বিচার করবেন।” যদিও পরক্ষণেই রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দেন, আইন হাতে তুলে নেওয়া উচিত নয় কারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =