তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে শুভেচ্ছো তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতার

১ জানুয়ারি ২০২৩।  তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবসে এদিন সকালেই ট্যুইট করে সকলকে শুভেচ্ছা জানান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি  রাজ্যের মানুষকেও তৃণমূলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও স্মরণ করিয়ে দেন এদিন। এদিনের ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘২৫ বছর আগে ঠিক আজকের দিনেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। বছরের পর বছর ধরে আমাদের সংগ্রামের কথা মনে পড়ছে। এ রাজ্যের মানুষের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এবং সকলকে আশা দেখানোর ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা মনে রাখার মতো। মা-মাটি-মানুষের ক্ষমতার উপর বিশ্বাস, আস্থা এবং ভরসা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’ একইসঙ্গে সকলকে শুভেচ্ছা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

রবিবার ২৫ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন তৃণমূল ভবনের ভিতপুজো করা হয়।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  উপস্থিতিতে এই ভিতপুজোর আয়োজন করা হয়। এছাড়াও রবিবার প্রতিষ্ঠা দিবসে সারাদিন ধরেই সামাজিক কর্মসূচি চলছে তৃণমূলের তরফ থেকে। এদিন সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে প্রত্যেকটি জেলা কার্যালয়ে  দলীয় পতাকা উত্তোলন হয়। এরপর সোমবার ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলীয় কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =