কলকাতা : আর জি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি জানিয়ে লকেট চট্টোপাধ্যায় বুধবার বলেছেন, “গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ ন্যায়বিচার দাবি করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়বিচার দিতে না পারলে তাঁর পদত্যাগ করা উচিত।”
বুধবার শ্যামবাজার মেট্রোর ১ নম্বর গেটে পশ্চিমবঙ্গ বিজেপির ধর্না-অবস্থান কর্মসূচি থেকে লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “তিনি নিজের সরকারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছেন। আমরা বিচার চাই অথবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে দেখিয়েছে, পুলিশের উপর আদালতের আস্থা নেই…পুলিশের উচিত সিবিআইকে সমস্ত প্রমাণ দেওয়া কিন্তু পুলিশ উল্টো করছে।”