এসআইআর-এ দ্বিতীয় পর্বের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় কর্মী নিয়োগে আপত্তি মমতার

কলকাতা : এসআইআর-এর দ্বিতীয় পর্বের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করেছে কমিশন। সেই নিয়োগ ঘিরেই আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের সঙ্গে বৈঠকে সুর চড়িয়ে তৃণমূলনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় কর্মীরা কারা, কোন দফতরের, কোথায় থাকেন—সব কিছুর বিস্তারিত তথ্য তাঁর চাই। তাঁর কথায়, “আমি শুনেছি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। কাকে নিয়োগ করা হয়েছে, তারা কোন বিভাগে কাজ করে, কোথায় থাকে—সব বিশদে আমার চাই। আমি ওদের সহযোগিতা করব, কিন্তু বিস্তারিত চাই। সরকারকে না জানিয়ে রাজ্যের লোকেদেরও নিয়েছে। মাইক্রো অবজার্ভার কারা? না কি বিজেপির দালাল!”

শুনানীর জায়গা এখনও স্পষ্ট নয় বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নতুন নির্দেশে বলা হয়েছে, মাইক্রো অবজার্ভার হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা—এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলেন তিনি। “কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা? বিজেপির লোকেরা? গুজরাটের লোকেরা? ওরা শুনানী করবে? বাংলার ভাষা জানে? ভাষা বোঝে? সব কিছুর একটা সীমা থাকা দরকার,”—ক্ষোভ উগরে দেন মমতা।

রাজ্যকে না জানিয়ে অবজারভার পর্যবেক্ষক নিয়োগ এবং বিজেপির কথায় মাইক্রো অবজার্ভার বসানোর অভিযোগও করেন তিনি। কটাক্ষের সুরে বলেন,“ওরা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং নয়, ওদের একটা করে ইয়াররিং দিয়ে দিন!”

এরপর সরাসরি রাজ্যের সিইও-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। অভিযোগের সুরে বলেন, “এখানে কমিশনে যিনি আছেন, তাঁর বিরুদ্ধেও তো কম অভিযোগ আমার কাছেও নেই। কেউ একজন তদন্যতকারীদের অভিযানের সময় উপর থেকে টাকা ছুঁড়ে ফেলেছিলেন—আমি বলছি না, সংবাদপত্রে দেখেছি। তিনি নাকি ভয়ে অফিস চেঞ্জ করছেন। শিপিং কর্পোরেশনে গিয়ে বসবেন! সেখানে গিয়ে ইধার কা মাল উধার করবেন। এপ্রিল অবধি চাকরি আছে—দালালি করে যদি কিছু পাওয়া যায়!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fifteen =