২০২৪-এ একসঙ্গে লড়াইয়ের বার্তা মমতা-নীতিশ-রাহুলের

‘বিজেপি যদি ২০২৪-এ ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যতে দেশে আর কোনও নির্বাচনই হবে না।’ শুক্রবার পাটনায় বিরোধীদের বৈঠকে এমন ভাষাতেই আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিরোধীদের একজোট হওয়ার বৈঠক হলেও এদিন রাহুল গান্ধি, নীতীশ কুমার-সহ বিরোধী নেতাদের সামনেই মমতা এ অভিযোগও জানান, ‘রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানো হচ্ছে বাংলায়।’ এদিন পাটনায় ১৭টি বিরোধী দলের নেতারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসেন।

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি দেশজুড়ে যে অত্যাচার চালাচ্ছে তাতে ইতি টানতেই বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। শরদজি, লালুজির মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতারা এখানে এসেছেন। রাহুল, ইয়েচুরিজি, অখিলেশ সকলেই এসেছেন। পাটনা থেকে শুরু হওয়া আন্দোলন গণআন্দোলনের রূপ নেয়। দিল্লিতে আমরা অনেক মিটিং করেছি কিন্তু ভালো ফল হয়নি। তাই পাটনা থেকে শুভারম্ভ। আমরা সবাই এক। উই আর ইউনাইটেড। আমরা একসঙ্গে লড়ব। আমরা বিরোধী নয়, আমরাও দেশপ্রেমিক, আমরাও ভারতমাতা বলি। সুতরাং, আমাদের বিরোধী বলে ডাকবেন না। আমরাও দেশের নাগরিক। মণিপুর জ্বললে আমাদেরও খারাপ লাগে। বিজেপি-র অত্যাচারী, একনায়তান্ত্রিক সরকার শেষ করতে হবে। কেউ বিরোধী কথা বললেই ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে। দলিত, মহিলা, কর্মসংস্থান নিয়ে চিন্তা করে না। একশো দিনের টাকা দেয় না। রক্ত বইলে বইবে, কিন্তু আমরা দেশকে রক্ষা করব।’

এদিকে মিশন ২০২৪-এর লক্ষ্যে পাটনায় বিরোধীদের যে মেগা বৈঠকের আয়োজনের উদ্যোক্তা নীতিশ কুমার জানান, এদিনের বৈঠকে যোগ দিয়েছেন ১৭টি অ-বিজেপি রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি। মোদি সরকারকে উৎখাত করার লক্ষ্যে আগামীদিনে একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়াইয়ের অঙ্গীকার করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নীতিশ কুমারেরর বার্তা, ‘আগামীদিনে আমরা একসঙ্গে লড়াই করব। সর্বসম্মতিক্রমে তা ঠিক করা হয়েছে। সকলেই মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করা বাঞ্ছনীয়। সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আগামীদিনে আরও আলোচনা হবে। সিমলায় আরও একটি মেগা বৈঠক হবে বিরোধীদের। সেই বৈঠক ডাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।’

পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধি এদিনের বৈঠক থেকে জানান, ‘ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোতে আক্রমণ করছে বিজেপি। আমাদের প্রত্যেকের মতবাদ রক্ষা করেই আগামীদিনে একসঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করব। মহাজোট তৈরি হওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। তা ধীরে ধীরে সম্পন্ন হবে।’

এদিনের বৈঠকে মমতা ছাড়াও তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ডেরেক ও ব্রায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =