জি-২০ তে যোগ দিতে সোমবার চারদিনের সফরে দিল্লিতে মমতা

কলকাতা: সোমবার ৪ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন জি-২০ বৈঠকে। এরপর মঙ্গলবার আজমেঢ় ও পুষ্কর সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর বুধবার দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রে খবর, সোমবার দিল্লিতে পা দিয়েই রাষ্ট্রপতি ভবনে জি-২০ বৈঠকে যাবেন মমতা। ওই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদি বা অন্য কোনও নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় কিনা তার উপরে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এরপরই মঙ্গলবার দিল্লি থেকে ব্যক্তিগত সফরে রাজস্থানের আজমেঢ় ও পুষ্করে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রাজস্থানকেই। রাজস্থান সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যাবেন আজমেঢ় শরিফ ও পুষ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সফরের জন্য বিশেষ রুটও তৈরি করেছে গেহলট প্রশাসন, এমনটাই সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজস্থান পুলিশের বিশেষ টিম।

এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন ৫ আধিকারিক। স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে নেবেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ব্রহ্মা মন্দির দর্শনের সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বর দর্শনার্থীদের জন্য  বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।  ৬ ডিসেম্বর পুষ্করের ব্রহ্মা মন্দিরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর নিরাপত্তায় গেহলট সরকারের তরফ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে তা এক রাজনৈতিক সৌজন্য হিসেবেই দেখছে রাজস্থান প্রশাসনের একাংশ।

এরপর মঙ্গলবার রাজস্থান থেকে দিল্লি ফিরে আসবেন মমতা। সেখানে সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে বসবেন। সূত্রে খবর, এই বৈঠকেই ঠিক হবে,সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল। আর এই রণকৌশলই এই বৈঠকে ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কোন কোন বিষয়গুলি সংসদে উত্থাপন করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মিলে কী ভাবে ফ্লোর ম্যানেজমেন্ট করবে তা নিয়েও কথা হবে। পরদিন কলকাতায় ফিরবেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 4 =