শাহের বক্তব্য বিকৃত করেছেন মমতা, দাবি শুভেন্দুর

কয়েকদিন আগেই বীরভূমের সিউড়িতে বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখতে দেখা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই সভা থেকেই শাহ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ না খুললেও আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য টার্গেট স্থির করে দেন।আর স্বরাষ্ট্রমন্ত্রীর এই টার্গেট স্থির করার ঘটনায় কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেছিলেন, ‘তিনি কখনও সংবিধানের দায়িত্ব কাঁধে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কখনও বলতে পারেন না যে ৩৫ টি আসন পাব। পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলার সরকার পড়ে যাবে।’ পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ‘চক্রান্ত’ করছেন বলেও অমিত শাহকে বিদ্ধ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তারই পাল্টা জবাব দিতে এক সাংবাদিক বৈঠকের ডাক দেনবিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী ওঁনার বক্তব্য বিকৃত করেছেন।’ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য,‘অমিত শাহ সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য রাখেননি। সেখানে বীরভূমের জেলার প্রান্তিক মানুষদের সামনে তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেছেন মাত্র। যার মধ্যে বলেছেন, মোদিকে গতবার ১৮টি আসন দিয়েছিলেন, এবার দ্বিগুণ আসন চাই। তার মধ্যে যেন বীরভূম থাকে।’ এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করে শুভেন্দু এদিন এও জানাতে ভুললেন না যে, মুখ্যমন্ত্রী প্রশাসনিক মঞ্চ থেকেও রাজনৈতিক মন্তব্য করেন। বরং, অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলায় এসেছেন, সেই সময় তিনি যে কোনও রাজনৈতিক মন্তব্য করেননি, সেই কথাও এদিন স্মরণ করিয়ে দেন শুভেন্দু।
পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে গুন্ডা বলায় বিস্তর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। শুধু তাই নয়, অমিত শাহ নাকি রুদ্ধদ্বার বৈঠকে ‘দাঙ্গা’ নিয়ে কথা বলেছেন বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন বলে এমনও অভিযোগ করেন শুভেন্দু। এরই রেশ ধরে শুভেন্দুর বক্তব্য, ‘তিনি এই নিয়ে মামলা করবেন এবং মুখ্যমন্ত্রীকে তাঁর মন্তব্য প্রমাণ করতে হবে।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =