গঙ্গাসাগর মেলা নিয়ে আগামী ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আগামী ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন  অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই প্রস্তুতি বৈঠক হবে। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককেও। কোভিড কাঁটা কেটে যাওয়ায় আগের বছরের তুলনায় এবার মেলায় ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। সেই ভিড়ের কথা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে চাইছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মেলার প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন।

তবে ২০২২-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এক প্রস্থ বৈঠক হয়েছে ইতিমধ্যেই। সূত্রে খবর, গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যে তৈরি করা হচ্ছে পাঁচটি অস্থায়ী হাসপাতাল। কচুবেড়িয়া, বেনুবণ, নারায়ণপুর পিএইচসি, সাগর মেলা গ্রাউন্ড ও লট নং ৮ এই পাঁচটি জায়গায় এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে বলেই জানা যাচ্ছে। প্রবীণদের পাশাপাশি শিশুদের জন্যও বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকবে এই হাসপাতালে।  কোভিড সংক্রমণ কমলেনও গঙ্গাসাগর মেলায় কোভিড  সংক্রমণ আটকাতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা, এমনটাই প্রশাসন সূত্রে খবর। এই ব্যাপারে প্রশাসনের তরফে চালানো হবে কড়া নজরদারিও। সূত্রে খবর, ১০৩ জন মেডিক্যাল অফিসার চিকিৎসার দায়িত্বে থাকবেন। আর এই ১০৩ জনের মধ্যে থাবেন ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রয়োজনে আরও মেডিক্যাল অফিসার সেখানে পাঠানোর ব্যাপারে প্রশাসনিকভাবে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র খবর। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। সূত্রে খবর, গঙ্গাসাগর মেলার আগে চলতি ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাগরে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন। সেই মতো প্রস্তুতি শুরুও করে দিয়েছে রাজ্য প্রশাসন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 15 =