রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

 

রাত পোহালেই বাংলা নববর্ষ । আর তার আগেই বৃহস্পতিবার কালীঘাট মন্দিরের হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। বলেন, ‘আগামিকাল থেকে নতুন বছর। সকলের খুব ভাল কাটুক, শুভ কাটুক। আনন্দে থাকুন।’ বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই প্রথমে কালীঘাট মন্দিরে যে স্কাই ওয়াকের কাজ চলছে তার খোঁজ খবর নেন। তারপর পুজো সারেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কালীঘাটে ৩০০ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক করা হচ্ছে। দক্ষিণেশ্বরের মতো করে। তবে হকারদের কোনও চিন্তা নেই। কিছুদিনের জন্য সরতে হলেও প্রত্যেকের জন্য ব্যবস্থা করা হবে।

পাশাপাশি তিনি জানান, দিঘােতও জগন্নাথ মন্দির হবে। তারাপীঠ থেকে গঙ্গাসাগর রাজ্য সরকার উন্নয়নে কাজ করেছে, সে কথা উল্লেখ করেন তিনি। বার্তা দেন সর্বধর্ম সমন্বয়ের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =