কলকাতা : একুশে জুলাইয়ের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার বিকেলে ধর্মতলায় যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন তিনি। সমস্ত বিষয় নিয়ে খোঁজ নেন তিনি।
এদিকে, একুশে জুলাইয়ের প্রস্তুতি পরিদর্শনে রবিবার বিকেলে গীতাঞ্জলি স্টেডিয়ামের ক্যাম্পে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন প্রস্তুতি খতিয়ে দেখেন, কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গেও।

