মমতা অভিষেককেও মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে : সেলিম

বুধবার হাওড়ার সারেঙ্গা এলাকাতে জনসভাতে অংশ নিয়ে রাজ্যে চলা গরু, কয়লা সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘এক অনুব্রত কেন! গরু পাচারের টাকা কালীঘাটে মমতার কাছে গেছে, ভাইপোর কাছে গেছে। কয়লা পাচারের টাকা ভাইপোর স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। তাই এদের সাইবার নাম চার্জশিটে রাখতে হবে, প্রয়োজন পড়লে নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা খুব শীঘ্রই যদি ও সিবিআই অফিসে অভিযান করবো।’ সেলিমের অভিযোগ, ‘আমাদের রাজ্যের নিম্ন আদালত সঠিকভাবে কাজ করতে পারছে না। যেখানে পুলিশের উচিত ছিল চোরদের গ্রেপ্তার করা, সেখানে পুলিশ অনুব্রত, অভিষেককে সুরক্ষা দিয়েছে। তাই ইডি, সিবিআইকে চোর ধরতে বলা হচ্ছে।’
তাঁর কটাক্ষ, পাশাপাশি রাজ্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাতের নাটক করে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকেই তুলে দিতে চাইছে মোদি সরকার। উচ্চ শিক্ষা না পেয়ে মানুষ ভক্ত হবে, নাহলে সিন্ডিকেটের সদস্য হবে। এতে দু’জনের লাভ। এছাড়াও বিজেপি ও তৃণমূলকে সংবাদ মাধ্যম সাহায্য করার অভিযোগ তুলে সেলিম বলেন কলকাতা থেকে সামান্য দূরত্বে তৃণমূল, বিজেপি একজোট হয়ে সিপিএম-আইএসএফকে আটকাতে একজোট হয়ে গেল, অথচ সংবাদ মাধ্যমে কোনও খবর নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =