কলকাতা : বুধবার রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর একটায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয়ে গেছে আগেই। মিছিল যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত।
মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী। এদিনের মিছিলের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা। রাস্তার দুপাশে পাহারায় থাকবেন ১৫০০ পুলিশ কর্মী। জেলায় জেলায়ও কর্মসূচি তৃণমূলের।
বাঙালি হেনস্তার প্রতিবাদে দিনকয়েক আগে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পথে নামছেন তিনি। সাংবাদিক বৈঠক করে ক’দিন আগেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলের বিষয়টি জানান

