জয়পুর থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ মালদার যুবক

রাজস্থানের জয়পুর (Joypur) থেকে মালদার গ্রামের বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হল এক যুবক। আর স্বামীকে ফিরে পেতে সন্তান কোলে নিয়ে পুলিশ প্রশাসনের দুয়ারে ঘুরছেন অসহায় স্ত্রী। ঘটনাটি ঘটেছে, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার বোরুই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা গ্রামে। ১০ দিন থেকে নিখোঁজ রয়েছে ওই যুবক। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবকের পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের নাম মাসুম আলি (২২)। স্ত্রীর নাম মুকলেসা বিবি। তাদের তিন মাসের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র ছেলে মাসুম প্রায় ছয় মাস আগে ভিন রাজ্য জয়পুরে হোটেলে কাজ করতে যায়। কুরবানীর সময় বাড়ি ফেরার কথা থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় ১৯ জুলাই মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিন সকাল এগারোটা নাগাদ স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয়। বৃহস্পতিবার ট্রেন ধরে বাড়ি ফেরার কথা। তারপর থেকে মোবাইল অফ। এখনো পর্যন্ত কোনোরকম যোগাযোগ সম্ভব হচ্ছে না। নিখোঁজ মাসুম আলির স্ত্রী মুকলেসা বিবি জানিয়েছেন, ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন তার স্বামী। প্রতিদিন ফোনে কথা হত। ১৯ জুলাই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ শেষ কথা হয়। হঠাৎ করে তার এক বন্ধু ফোন করে জানায়, তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =