আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতলেন মালদার সন্দীপ রাজবংশী

দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৮০ কেজি বিভাগে সোনা জিতে সাফল্য অর্জন করল পুরাতন মালদার ছেলে সন্দীপ রাজবংশী। ২৮ বছর বয়সি সন্দীপ রাজবংশী এবারে আন্তর্জাতিক বডি বিল্ডিং পেশাদারী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন। তার লক্ষ্য রয়েছে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। গত ১৭ থেকে ১৯ জুন দিল্লিতে শেরু ক্লাসিক আন্তর্জাতিক বিল্ডিং প্রতিযোগিতা আসর বসেছিল। সেখানে ৮০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেয় মালদার সন্দীপ রাজবংশী। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগহণ করেছিলেন। তারমধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল।
গত বুধবার দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। তিনি বলেন, আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতা সকলকে পিছনে ফেলে আমি সোনা জয় করেছি। বাংলার নাম উজ্জ্বল করেছি। এই প্রতিযোগিতায় কোরিয়া, ইরান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা এসেছিলেন। আমার দীর্ঘদিনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়া। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতায় সফল হওয়ার পর এখন ছাড়পত্র পেয়েছি।
উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি সন্দীপ রাজবংশীর। কলেজের পাঠ শেষ করে এখন শুধুমাত্র শরীরচর্চায় নিজেকে যুক্ত করে রেখেছেন তিনি। এছাড়াও বিভিন্ন স্তরের ছেলে- মেয়েদের শরীর চর্চার প্রশিক্ষণ দিয়ে থাকেন সন্দীপবাবু। তিনি বলেন, শরীরকে ঠিক রাখতে দিনে আমি এক কিলো মুরগির মাংস, ২০ পিস ডিম, ১ লিটার দুধ, তার সঙ্গে ৫০০ গ্রাম মাছ খায়। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল সংমিশ্রণ রয়েছে। এখন আমার একটাই লক্ষ্য দেশের নাম উজ্জ্বল করতে অলিম্পিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =