মাত্র দেড় ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Malda medical college & hospital)। কলেজের বাইরে জল। ওয়ার্ডের ভেতরের নীচে মেডিক্যাল মেল ওয়ার্ডে জলে থই থই করায় দুর্ভোগে পড়তে হয় রোগী ও তাদের আত্মীয়দের। মেডিক্যাল কলেজের বারান্দায় জল এবং মেন করিডোরে বৃষ্টির জলের উপরের দিয়েই পারাপার হলেন রোগীর আত্মীয়েরা। বুধবার দুপুরে বৃষ্টির পর এই পরিস্থিতির বিষয়টি জানতে পেরে মালদা মেডিক্যাল কলেজ বিভিন্ন ওয়ার্ডের তদারকি করেন ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা। উল্লেখ্য, বর্ষার মরশুম পার হয়ে গেলেও দেখা ছিল না বৃষ্টির। আর যার ফলে নদী থেকে পুকুর শুকিয়ে যাচ্ছে। সমস্যায় পরেছে চাষি থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে বুধবার দুপুরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। যার জেরে জলমগ্ন হয়ে পরে মালদা মেডিক্যাল চত্বর। ওয়ার্ডের মধ্যে জল জমে যায়। সমস্যায় পরেছে রোগীর আত্মীয়েরা। অন্যদিকে, ইংরেজবাজারের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। রোগীয় আত্মীয়রা জানান,মেডিক্যাল কলেজে এমনিতে নোংরাতে ভর্তি। তার মধ্যে বৃষ্টির ফলে ওয়ার্ডের জল ঢুকে গিয়েছে। চলাফেরা করা যাচ্ছে না। আমরা চাই এই বিষয়ে মেডিক্যাল কলেজ ব্যবস্থা নিক। মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা জানিয়েছেন, বৃষ্টির জন্য জল জমেছে। তবে জল অনেকটাই কমে গিয়েছে। মেডিক্যাল কলেজের কর্তব্যরত কর্মীরা জল নামানোর জন্য কাজ করছেন। এক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।