তুষারঝড়ে পড়া মাকালু বিজয়িনী পিয়ালি বাড়ি ফিরলেন

মাকালু জয় করে ঘরে ফিরলেন চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ২২ ঘন্টা তুষার ঝড়ে আটকে ছিলেন তিনি। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন। সেই পরিস্থিতি থেকে শনিবার চন্দননগর ফিরলেন তিনি। ফিরে তিনি জানালেন, আট হাজার ফুটের যে সব শৃঙ্গ রয়েছে সে গুলি সব জয় করতে চান তিনি। ১৭ মে সামিট করে ফেরার পথে তুষার ঝড়ের মধ্যে পড়েন পিয়ালি। পঁচাত্তর ডিগ্রি ঢালের মধ্যে জুতোয় লাগানো ক্রাম্পনের ওপর ভর করে প্রায় ২২ ঘন্টা থাকার পরে এক রাশিয়ান পর্বতারোহী ও তাঁর শেরপা পিয়ালিকে দেখতে পান। তাঁরা স্যাটেলাইট ফোনে যোগাযোগ করেন কাঠমান্ডুতে। তার পর শেরপারা এসে কোনভাবে পিয়ালিকে উদ্ধার করে নিয়ে আসে ক্যাম্প থ্রিতে। তার আগেই তুষার ঝড়ে স্নো ব্লাইন্ডনেস হবার কারনে চোখে দেখতে পাচ্ছিলেন না। সেই অবস্থায় কোন ভাবে ধরে ধরে ক্যাম্প থ্রিতে নামানো হয়। সেখান থেকে বেস ক্যাম্পে ফেরানো হয় পিয়ালিকে। বেসক্যাম্প থেকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় নেপালে লুকলাতে। সেখানে হাসপাতালে বেশ কয়েক দিন ভর্তি ছিলেন পিয়ালি। দুপায়ের চারটে আঙুল ফর্স্ট বাইটের কারনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগবে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না পিয়ালিকে। একটু সুস্থ হয়েই আবার কাঞ্চনজঙ্ঘা, চো ইউ, সিসা পাংমা সহ আরো আট হাজারের বেশি শৃঙ্গগুলির লক্ষ্যে পিয়ালি পাড়ি দেবেন বলে জানিয়েছেন। পিয়ালি বাড়ি ফিরতেই প্রতিবেশীরা উপস্থিত হন তাঁর বাড়িতে। তাঁরা ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান পিয়ালিকে। এর আগে অন্নপূর্ণা জয় করে মাকালু অভিযান না করেই ফিরে এসেছিলেন বাবার অসুস্থতার কারণে। আজও বাড়ি ফিরে বাবার কাছে ছুটে যান পিয়ালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =