সিবিআইয়ের হাতে গ্রেফতার বগটুই গণহত্যার মূল অভিযুক্ত জাহাঙ্গির

রামপুরহাট: অবশেষে গ্রেফতার বীরভূমের বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত জাহাঙ্গির সেখ।অর্থাৎ, তিনদিনের ব্যবধানেই বগটুই গণহত্যা কাণ্ডের অন্যতম দুই অভিযুক্তকে ধরতে সক্ষম হলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এই জাহাঙ্গির শেখ নিহত ভাদু শেখের ভাই। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। এরপর বুধবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।  প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সিবিআই-এর হাতে ধরা পড়ে বগটুই কাণ্ডের  আরও এক মূল অভিযুক্ত লালন শেখ ওরফে ছোট লালন।  সূত্রে খবর, বগটুইয়ের নিহত তৃণমূল নেতা  ভাদু শেখের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল এই লালন। বীরভূমের বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযোগ ওঠে এই লালনের দিকেই। এমনও অভিযোগ করা হয় যে, লালনের নেতৃত্বেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আর এই অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরাই। এরপর থেকেই গা ঢাকা দেয় সে।  এদিকে সিবিআই সূত্রে খবর, লালন শেখকে গ্রেফতারের পর থেকেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই জ্ঝ্‍াসবাদের সময়েই লালনের কাছ থেকে জাহাঙ্গির শেখ-এর ব্যাপারে অনেক খোঁজখবর পান তদন্তকারী আধিকারিকেরা। এরপরেই জাহাঙ্গিরকে ধরার জন্য জাল বিছোয় সিবিআই। আর সেই জালেই মঙ্গলবার রাতে ধরা পড়ে জাহাঙ্গির। লালনের মতো দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরও গা ঢাকা দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 3 =