বাসে অসুস্থ হয়ে পড়লেন মহুয়া, মিতালি; খোঁজ নিলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি : দিল্লি পুলিশ আটক করে বাসে তোলার পরেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র, অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও। অসুস্থ হয়ে পড়েন সমাজবাদী পার্টির এক সাংসদও।

সাংসদদের অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে খোঁজখবর নেন রাহুল গান্ধী। বাস থেকে নেমে সপা-র অসুস্থ সাংসদকে তুলে দেন অন্য গাড়িতে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, পুলিশ মহিলা সাংসদদের উপর বলপ্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে। সামাজিক মাধ্যমে সাগরিকার পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, বাসের পিছনের আসনেই বসে রয়েছেন অসুস্থ মহুয়া। তাঁকে ঘিরে রয়েছেন অন্য মহিলা সাংসদেরা। মহুয়াকে জল খাওয়ানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =