লোকসভার এথিক্স কমিটির তলব এড়াচ্ছেন মহুয়া মৈত্র। আগামী ৩১ অক্টোবর তিনি সংসদে হাজিরা দেবেন না বলে জানিয়েছেন তিনি। সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া জানিয়েছেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রে বহু পূর্বনির্ধারিত বিজয়া সম্মিলনী রয়েছে তাঁর। তাই ওই সময় হাজিরা দেওয়া সম্ভব নয়।
সশরীরে হাজিরা দেওয়ার জন্য এথিক্স কমিটির তাঁকে নতুন তারিখ দেওয়া হোক বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। বাড়তি সময় চাওয়ার ক্ষেত্রে তিনি টেনে এনেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি প্রসঙ্গ। রাজস্থান নির্বাচনের অজুহাত দেখিয়ে রমেশ এথিক্স কমিটিতে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছিলেন। সেই সময় তাঁকে দেওয়াও হয়েছিল। কৃষ্ণনগরের সাংসদের দাবি, বিধুরির মতো তাঁকেও সময় দেওয়া হোক। এই সঙ্গে, কমিটির প্রধানের প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন মহুয়া। তাঁর বক্তব্য, ৫ নভেম্বরের পর তাঁকে কমিটির সুবিধামতো যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে তিনি হাজির হবেন।