রিকভারি সেশনেও ফার্ম হাউসে জিভাকে নিয়ে খেলছেন মাহি, সঙ্গী পোষ্যরা

মহেন্দ্র সিং ধোনির রাঁচির ফার্ম হাউসের কথা কে না জানেন। রাঁচির রিং রোডে রয়েছে ধোনির ‘কৈশালপতি’ নামের ফার্ম হাউস। প্রতি বছর একটা লম্বা সময় সেখানেই কাটান ধোনি। ১৬তম আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন বানানোর পর হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন ধোনি। তারপর শোনা গিয়েছিল রাঁচির ফার্ম হাউসেই রিকভারি সেশন কাটাচ্ছেন ধোনি। মাহি নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কিন্তু কখনও তাঁর স্ত্রী সাক্ষী, কখনও আবার মেয়ে জিভা আর সর্বক্ষণ ধোনির ভক্তরা তাঁকে নিয়ে বিভিন্ন আপডেট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সদ্য ইন্সটাগ্রামে সাক্ষী এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে রাঁচির ফার্ম হাউসে খেলছেন ধোনি। সঙ্গে রয়েছে মেয়ে জিভা আর পোষ্যরা৷ মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ইন্সটাগ্রামে এক মিষ্টি ভিডিয়ো তুলে ধরেছেন। তাতে দেখা গিয়েছে, ধোনি এবং জিভা তাঁদের ফার্ম হাউসে খেলছেন। সঙ্গী তাঁদের পোষ্য কয়েকটি কুকুর। ধোনিকে দেখা যায় একটি বল তিনি ছুঁড়ে দিচ্ছেন তাঁর পোষ্যদের জন্য। আর তাঁর পোষ্যগুলি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে সেই বলটি মুখে করে তুলে এনে রাখছিলেন ধোনির সামনে। ওই ভিডিয়োতে বাবার পাশে পাশে জিভাকে হাঁটতে দেখা গিয়েছে। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচুর লাইক ও কমেন্টও পড়েছে এই ভিডিয়োতে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সাক্ষীর শেয়ার করা ভিডিয়োটি দেখেছেন ৯ লক্ষ ২৪ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =