নয়াদিল্লি : উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে দেবভূমির বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উত্তরাখণ্ড নতুন রেকর্ডের পাশাপাশি উন্নয়ন ও সমৃদ্ধিও করছে।
প্রধানমন্ত্রীর কথায়, উত্তরাখণ্ড নতুন প্রবণতা এবং মান নির্ধারণ করছে। উল্লেখযোগ্যভাবে, উত্তরাখন্ড ২০২৩-২০২৪ সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য ইন্ডিয়া সূচকে শীর্ষে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। উত্তরাখণ্ডের রজত জয়ন্তী বর্ষের সূচনা হল। আমাদের উত্তরাখণ্ড ২৫-তম বছরে পদার্পণ করছে। এখন, আমাদের অবশ্যই উত্তরাখণ্ডের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগামী ২৫ বছরের যাত্রা শুরু করতে হবে।”
প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তরাখণ্ডে বিকাশের মহাযজ্ঞ অব্যাহত রয়েছে। দেবভূমির মর্যাদা বাড়াচ্ছে এই মহাযজ্ঞ! আমাদের সরকার বিকাশ ও বিরাসত নিশ্চিত করতে এবং প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, আমরা উত্তরাখণ্ডে আমাদের ধর্মীয় স্থানগুলির ভব্য এবং দিব্য নির্মান করার মিশনে আছি।”