নাবালক পড়ুয়াকে যৌন হেনস্তার অভিযোগে মহারাজা গ্রেপ্তার, পকসো ধারায় মামলা দায়ের

নাবালবকে যৌন হেনস্তার অভিযোগে মহারাজ গ্রেপ্তার। গোবরডাঙার সরকার পাড়ায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পঞ্চম শ্রেণির ১২ বছরের এক নাবালক পড়ুয়াকে যৌনহেনস্তার অভিযোগ আশ্রমের কর্ণধার মহারাজের বিরুদ্ধে। ধৃত মহারাজ স্বামী সত্যরূপানন্দ (৬২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের বাসিন্দা বারো বছরের এক নাবালক ছোটবেলা থেকেই গোবরডাঙা মহারাজের আশ্রমে থাকতেন এবং এখানেই মহারাজের শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে পড়াশোনা করতেন। আশ্রমে থেকেই মহারাজ নাবালককে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। নাবালক বাড়িতে গিয়ে তার পরিবারকে গোটা বিষয়টি জানিয়েছেন। নাবালকের পরিবারের পক্ষ থেকে গোবরডাঙা থানায় অভিযোগ জানানো হয়। পাশাপাশি চাইল্ড লাইনের পক্ষ থেকেও গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্তে নেমে ভোর রাতে মহারাজকে তাঁর আশ্রম থেকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ। পকসো আইনে মামলার রুজু করে ধৃত মহারাজকে দশ দিনের পুলিশ হেপাজত চেয়ে তোলা হয় বারাসাত আদালতে। প্রসঙ্গত, ২০১৮ সালেও একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই স্বামী সত্যরূপানন্দ মহারাজ। মহারাজের আশ্রমের এক কর্মী দেবযানী নন্দী বলেন, মহারাজকে আমরা অনেক বছর ধরে চিনি জানি তিনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এটা শুনে আমাদের ভাবতেও কেমন লাগছে। আশ্রমের এক পড়ুয়া রাকেশ রায় বলেন, আমি ছোটবেলা থেকে এই আশ্রমে রয়েছি, বর্তমানে এমএ করছি। মহারাজ আমাদের অভিভাবক তিনি ছাড়া আমাদের এক মুহূর্ত চালাও অন্ধকার। কিভাবে এই আমাদের চলবে আমরা কোথায় খাওয়া-দাওয়া করব সেটা নিয়েও এখন আমাদের দুশ্চিন্তা। আমাদের সঙ্গে কোনওদিনই এই ধরনের ঘটনা ঘটেনি তবে জানিনা যে ছাত্র অভিযোগ করেছেন কিসের ভিত্তিতে করেছেন। আসল সত্যটা সেই ছাত্র এবং তার পরিবারই জানে। আমরা বিশ্বাস করি মহারাজকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 10 =