ডুরান্ড কাপে বিএসএফ এফসির বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে জয়ী মহামেডান স্পোর্টিং। ৩-০ গোলে মরশুমের প্রথম জয়ের স্বাদ পেল সাদা কালো ব্রিগেড। পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষ। তাও লড়াই করে জয় ছিনিয়ে নিল মেহরাজের ছেলেরা।
ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় মহামেডান। বিএসএফ -এর আগোই লেনথাং লালথানকিমাকে বক্সের ভিতর ফাউল করেন। পেনাল্টি থেকে সজল বাগের গোলে এগিয়ে যায় মহামেডান। পর মূহুর্তেই সমতায় ফেরার সুযোগ আসে বিএসএফ -এর। কর্ণার থেকে বল পেয়ে সংযোগ ঝা এর হেড নভজ্যোৎ সিং-এর হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। হ্যান্ডবলের নির্দেশ দিয়ে গোল বাতিল করেন রেফারি। ২১ মিনিট ব্যবধান বাড়ায় মহামেডান। লালথানকিমার শট গোলকিপার পায়ে লাগে, ফিরতি বল থেকে গোল করেন ম্যাক্সিওন। ৩০ মিনিটে দূরপাল্লার শট থেকে দুরন্ত গোল ম্যাক্সিওনের। হাফটাইমে পেপটক দিচ্ছেন মেহরাজ। ৫৭ মিনিটে ৪-০ করার সুযোগ পেয়েও হাতছাড়া হয় মহামেডানের। অফসাইডের কারণে লালথানকিমার গোল বাতিল হয়। ৬৪ মিনিট ম্যাক্সিওন পাস দেন সজলক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে সজলের শট বিএসএফ গোলকিপার বাঁচিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ বিএসএফ। ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে মহামেডান সমর্থকরা প্রতিবাদে মুখরিত হয়। আট ম্যাচ পরে মরশুমের প্রথম জয় পেয়ে স্বস্তি মহামেডান স্পোর্টিং শিবিরে।

