কলকাতা লিগে লজ্জা মহামেডান স্পোর্টিয়ের। শুক্রবার ব্যারাকপুরে স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ছিল মহামেডানের। শেষমেশ জয় পেয়ে অবনমনের খাঁড়া বাঁচানো গেল না। নিয়মানুযায়ী, অবনমন রাউন্ডে খেলার কথা সাদা-কালো ব্রিগেডের। ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্রয়ে শেষ হয়।
ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে লড়াকু মানসিকতা দেখা গেল না মেহরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মহামেডান। ম্যাচের ৬ মিনিটে গোল করেন ইউনাইটেড স্পোর্টসের বাবাই পৈলান। দ্বিতীয়ার্ধে লড়াই করে মহামেডান। ৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার গোলে সমতায় ফেরে ব্ল্যাক প্যান্থার্সরা। যদিও শেষ রক্ষা হল না। অবনমন রাউন্ডে চলে যাওয়া বাঁচাতে ম্যাচটি জেতা দরকার ছিল মহামেডানের। আপাতর ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে একাদশ স্থানে রয়েছে মহামেডান। অন্যদিকে ১২ ম্যাচে ১২ পয়েন্টে নিয়ে অবনমন রাউন্ডে খেলা থেকে বাঁচল এরিয়ান ক্লাব। ক্যালকাটা পুলিশকে ১-০ গোলে জয় পেয়েছে এরিয়ান। দলের হয়ে জয়সূচক গোলটি করেন রাজু ওরাওঁ।

