উত্তপ্ত বুদবুদের মহাকালী হাইস্কুল চত্বর

নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: ভোট গণনার দিন সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল বুদবুদের মহাকালী হাইস্কুল চত্বর। বুদবুদ মহকুমা হাইস্কুলে এবছর গলসি ১ নম্বর ব্লকের ভোটের গণনাকেন্দ্র করা হয়। এদিন ভোট গণনাকেন্দ্রে প্রবেশ করতে গেলে শাসকদলের কর্মীরা বিরোধীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। আক্রান্ত হন উভয় দলের বেশ কয়েকজন। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার পুলিশ এবং ডিসিপি ইস্ট কুমার গৌতম, কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহতদের উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আক্রান্তরা কংগ্রেস, বিজেপি ও সিপিএম কর্মী। এদিন গণনার শেষে গলসি ১নম্বর ব্লকের ৬টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে রাখে ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =