নয়াদিল্লি : মহারাষ্ট্রে মহাসংগ্রাম শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল।
এবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। রবিবার প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় মোট ৯৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস নাগপুর দক্ষিণ পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে কামথি আসন থেকে লড়বেন, মন্ত্রী গিরিশ মহাজনকে জামনের আসনের প্রার্থী করা হয়েছে, মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার বল্লারপুর থেকে প্রার্থী হয়েছেন, শ্রীজয়া অশোক চাভান লড়বেন ভোকার থেকে, আশিস শেলার ভান্দ্রে পশ্চিম থেকে, মঙ্গল প্রভাত লোধা মালাবার হিল থেকে, কোলাবা থেকে রাহুল নারওয়েকার, সাতারা থেকে ছত্রপতি শিবেন্দ্র রাজে ভোসলে।