যতীন দাস মেট্রো স্টেশন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের

মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিল হল যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হাজরা মোড় পর্যন্ত। মূলত, মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে এদিন পথে নামেন চাকরিপ্রার্থীরা। কালীঘাটমুখী তাঁদের এই মিছিল। এদিন যে ব্যানারকে সামনে রেখে তাঁদের এই মিছিল, সেখানে লেখা রয়েছে, ‘প্রতিশ্রুতি নয়, নিয়োগ চাই’। বৃহস্পতিবার চাকরি প্রার্থীরা এই মিছিলের পর হাজরা মোড়ে একটি জমায়েতও করেন।
এই জমায়েত থেকে চাকরি প্রার্থীরা দাবি করেন, ২০১৩ সাল থেকে তাঁদের সমস্যা চলছে। এখনও তার সমাধান হয়নি। সেই সময় থেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন, অবস্থান বিক্ষোভ, অনশন করছেন। তবে এই সমস্যার সমাধান হয়নি ২০২৩ সালে এসে গেলেও। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানান, ‘১০ বছর আগে একটিমাত্র নোটিফিকেশন হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের। ২০১৩ সালে নোটিফিকেশনের পর ২০১৪ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে ফল প্রকাশিত হয়। ২০১৭ সালে ইন্টারভিউ হয়। ২০১৮ সালে কোথাও কোনও প্যানেল প্রকাশ না করে লুকিয়ে কয়েকজনকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিল। অথচ আমরা পাশ করেছি, ইন্টারভিউ দিয়েছি, আজও আমরা পথে পথে ঘুরছি।’
এদিকে সূত্রের খবর, ৩ হাজার ১৮৩টি শূন্যপদে নিয়োগের কথা ছিল। এখানেই চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা শুধু প্রতিশ্রুতিই পাচ্ছেন। এরপর আলোচনাও হচ্ছে। অথচ নিয়োগ নিয়ে কোনও উচ্চবাচ্য নেই কমিশনের। তাঁদের দাবি, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পরই এখান থেকে যাবেন। এদিকে এই মুহূর্তে মালদহ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি গোটা রাজ্যের সঙ্গে বৈঠক করেন। তাই তাঁদের সঙ্গেও ভার্চুয়ালি কথা বলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =