মহেশ্বর চক্রবর্তী
কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সারা বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের চূড়ান্ত খেলা হবে রবিবার। এদিন মেসির ফ্যানেদের উন্মাদনা দেখা গেল আরামবাগে। রীতিমতো আর্জেন্টিনার জার্সি গায়ে ও মেসির ছবি হাতে শোভা যাত্রা হয় আরামবাগে। আসলে বিশ্বকাপ ফুটবল আবহে সেজে উঠেছে আরামবাগ। আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতেই আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাবের সমর্থকেরা ও বিভিন্ন জায়গায় থেকে আসা সমর্থকরা তারা তাদের প্রিয় দল আর্জেন্টিনার বিশাল পতাকা এবং জার্সি পরে এদিন শহরে বাদ্যযন্ত্র সহকারে পদযাত্রা বের করে। পাশাপাশি ক্লাব চত্বর থেকে শুরু করে বয়েজ হাই স্কুলের সামনে আর্জেন্টিনা দলের বড় বড় পতাকা, মেসি-সহ আর্জেন্টিনা দলের অন্যান্য খেলোয়াড়দের ছবির কাট আউট করে রাস্তার দু’পাশে পোস্টে পোস্টে সাজিয়ে তোলা হয়। সমর্থকদের আশা এবারের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জয়ী হবে তাদের প্রিয় দল আর্জেন্টিনাই। এই প্রসঙ্গে ক্লাবের এক সদস্য ডাঃ অতনু কুণ্ডু জানান, আমরা আর্জেন্টিনার সমর্থক, ফাইনালে যাই হোক, আমার আর্জেন্টিনাকেই সমর্থন করব। আমরা চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। ভারতের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে তিনি জানান, আমরা চাইব বিশ্বকাপে আসুক, সেই ভালোবাসা আমাদের আছে। সবমিলিয়ে আরামবাগ জুড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।