মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অটো থেকে পড়ে গিয়ে আহত এক পরীক্ষার্থী। যদিও জীবনের প্রথম বড় পরীক্ষা হাসপাতালের বেডে বসেই দিলেই আহত ওই পরীক্ষার্থী। জানা গিয়েছে, খড়দার সূর্যসেন শিক্ষা নিকেতনের ছাত্রী সঙ্গীতা পার্শীর মাধ্যমিকের সিট পড়েছে খড়দার প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে।
টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেক নগরের বাসিন্দা সঙ্গীতা মায়ের সঙ্গে অটোতে চেপে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। কিন্তু রাস্তায় থাকা ‘স্পিড ব্রেকার’ পেরোতেই এই বিপত্তি। স্থানীয় কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য জানান, টিটাগড় গান্ধী মোড়ে ‘গতিরোধক’ টপকানোর সময় ঝাঁকুনির জেরে অটো থেকে পড়ে গিয়ে আহত হন ওই পরীক্ষার্থী। ওর মাথায় আঘাত লাগে। ওকে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়দার বলরাম পন্ডিত সেবামন্দির হাসপাতালে। তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে হাসপাতালেই ওর পরীক্ষা দেবার বন্দোবস্ত করা হয়েছে।