ব্যারাকপুর: কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সোমবার দিদির দূত হিসেবে ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন। এদিন তিনি মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিচাঁদ মন্দিরে পুজো ও বাতাসা লুটের মধ্য দিয়ে কাজ শুরু করেন। গ্রামবাসীদের কাছ থেকে অভাব-অভিযোগ শোনেন তিনি। সমস্যার কথা নোটও করা হয়। মদন মিত্রের সঙ্গে ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নির্মল কর। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, তেমন বড় ধরনের কোনও অভিযোগ মেলেনি। ছোট্ট-খাট্টো কিছু অভিযোগ পেয়েছি। তা স্থানীয় পঞ্চায়েত স্তরে সমাধান করা হবে। মদন মিত্র বলেন, ‘পঞ্চায়েত এলাকার বসিন্দাদের খোঁজ-খবর নিতে এসেছি। ওদের বলেছি, প্রয়োজনে দিদির দূত অ্যাপ ডাউন লোড করে দেবে। আপনারা অভাব-অভিযোগ জানান।’ মদনের কথায়, এই কর্মসূচির মাধ্যমে পাড়ায় পাড়ায় পাহারাদারের মতো তৃণমূল কর্মীরা ছড়িয়ে পড়বে।