নয়াদিল্লি : বড় দায়িত্ব পেলেন কেরলের প্রবীণ রাজনীতিবিদ মরিয়ম আলেকজান্ডার বেবি। রবিবার সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ বেবি। সিপিআইএম-এর ২৪-তম দলীয় সম্মেলনে একটি পদ শূন্য থাকা সত্ত্বেও ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটি এম এ বেবিকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের একটি পলিট ব্যুরো নির্বাচিত করেছে। কেন্দ্রীয় কমিটির ২০ শতাংশ সদস্য হলেন মহিলা।
সিপিআই (এম)-এর নতুন কেন্দ্রীয় কমিটি ১৮ সদস্যের পলিট ব্যুরো নির্বাচন করেছে। পলিট ব্যুরো সদস্যরা হলেন:
১. পিনারাই বিজয়ন
২. বি ভি রাঘভুলু
৩. এম এ বেবি
৪. তপন সেন
৫. নীলোৎপল বসু
৬. মোঃ সেলিম
৭. একজন বিজয়রাঘবন
৮. অশোক ধাওয়ালে
৯. রামচন্দ্র গম্বুজ
১০. এম ভি গোবিন্দন
১১. আমরা রাম
১২. ভিজু কৃষ্ণান
১৩. মরিয়ম ধাওয়ালে
১৪. ইউ. ভাসুকি
১৫. কে. বালাকৃষ্ণান
১৬. জিতেন্দ্র চৌধুরী
১৭. শ্রীদীপ ভট্টাচার্য
১৮. অরুণ কুমার