লখনউ ৫ উইকেটে হারাল হায়দরাবাদকে

ঘরের মাঠে একপেশে ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণীতে লোকেশ রাহুলরা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স ক্রুণাল পান্ডিয়ার। তিন উইকেট নিয়ে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং অর্ডারে ধস নামান। এরপর ব্যাট হাতে খেলেছেন ২৩ বলে ৩৪ রানের ইনিংস। লখনউয়ের একানা স্টেডিয়ামে ব্যাটে বলে সুপারহিট ক্রুণাল জিতিয়ে দিলেন দলকে। ৩১ বলে  ৩৫ রান অধিনায়ক লোকেশ রাহুলের। ২৪ বল বাকি থাকতেই লখনউ জিতল ৫ উইকেটে। ঘরের মাঠে জোড়া ম্যাচে জয় লখনউয়ের। দলে যোগ দিয়ে আজ নিজের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেন এডেন মার্করাম। আইপিএলের মঞ্চে ক্যাপ্টেন্সির অভিষেক পর্বটা সুখের হল না। টস জিতে প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ার পরিকল্পনা করেছিলেন হায়দরাবাদ ক্যাপ্টেন। কিন্তু দলের ব্যাটাররা চরম হতাশ করলেন। ক্যাপ্টেন নিজেও ব্যাট হাতে মুখ থুবড়ে পড়েন। চতুর্থ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই মার্করামকে ক্লিন বোল্ড করেন ক্রুণাল পান্ডিয়া। ডেবিউ ম্যাচে গোল্ডেন ডাক আউটের লজ্জা পেলেন। তার আগেই ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন ক্রুণাল। পরপর দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে হায়দরাবাদকে বিপাকে ফেলে দেন ক্রুণাল। লখনউয়ের স্পিনার এদিনের ম্যাচে সবচেয়ে সফল প্রমাণিত হয়েছেন। ৪ ওভারের স্পেলে ১৮ রান খরচ করে তিনটি উইকেট নেন। হ্যারি ব্রুককে ফেরান রবি বিষ্ণোই। যশ ঠাকুরের ঝুলিতেও গিয়েছে ১টি উইকেট। অমিত মিশ্রা এক ওভারে জোড়া উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =