কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামাতে বিঘ্ন ঘটেছে শনিবার। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দৃশ্যমানতা কম ছিল।
প্রায় ছয় ঘন্টার কাছাকাছি পরিষেবায় বিঘ্ন ঘটে। একদিকে যেমন বিমান অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়, তেমনই উড়ানেও দেরি হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছেন, ২৩টি বিমান সময়সূচি অনুযায়ী নামতে পারেনি। ৩০টি বিমান সময় মতো উড়তেও পারেনি। বিমান যাত্রীদের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

