নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: নিম্নচাপের ভ্রুকুটিতে দু’দিন ধরে মুখ ভার আকাশের, দফায় দফায় ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হচ্ছে দিকে দিকে, বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ের সোনামুখী ইন্দাসের বিস্তীর্ণ এলাকার কৃষকরা মাঠ ভর্তি বিভিন্ন রকম সবজি চাষ করেছেন, এই মুহূর্তে কৃষকদের মাঠে রয়েছে কপি, পটল, বেগুন, সিম, বিনস্ ও আলু। নিম্নচাপের ভ্রুকুটিতে চিন্তিত এলাকার কৃষকরা। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, দফায় দফায় হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।
এলাকার কৃষকরা জানাচ্ছেন, অতি ভারী বৃষ্টিপাত হলে এলাকার সমস্ত সবজির জমি নষ্ট হয়ে যাবে ফলে মাথায় হাত পড়বে কৃষকদের কারণ তাঁরা মহাজনের কাছে ঋণ নিয়ে সবজি এবং আলু চাষ করেছেন। তাঁদের প্রধান জীবিকা এই কৃষিকাজ। কৃষিকাজের ওপর নির্ভর করেই চলে তাঁদের সংসার।