কল্যাণী : কল্যাণীর হরিণঘাটায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন। আহত অবস্থায় আরও চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা ১২ চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়।
লরিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চার জনকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।