‘আলফা’য় লর্ড ববি? কোন চরিত্রে দেখা যাবে তাকে?

অ্যালিমালের (Animal) হাত ধরে বলিউডে জমি শক্ত করা শুরু করেছেন দেওল পুত্র ববি (Boby deol)। অ্যানিমালে যত না তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে তার থেকে বেশি প্রশংসিত হয়েছে তাঁর জামাল কুদু নাচ। এবার ফের দর্শকদের মন জয় করতে স্পাই সিরিজে নাম লেখালেন তিনি। জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে দেখা যাবে। ‘ওয়ার ২’- (War 2) এর পোস্ট ক্রেডিটে দেখা গেল ববি দেওলকে।

উল্লেখ্য, যশরাজ ব্যানারে তৈরি হওয়া আলফায় অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। শর্বরীর প্রশিক্ষকের ভূমিকাতেই অভিনয় করবেন ববি দেওল। যশরাজ ব্যানারে এটি প্রথম মহিলা নেতৃত্বাধীন ছবি। ছবির ডিরেক্টর শিব রাওয়ালি আলফা নিয়ে যথেষ্ট আশাবাদী। ছবিতে দেখা যাবে অনিল কাপুরকেও। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘আলফা’। হিন্দি ছাড়াও, আলফা তামিল এবং তেলেগুতেও মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =