লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি, মঙ্গলে সংবিধান দিবস উদযাপন

নয়াদিল্লি : সোমবার এদিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। মঙ্গলবার উদযাপন হবে সংবিধান দিবস, এরপর পরের দিন (বুধবার) পুনরায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসবে। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন সংসদে আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

সোমবারই বিরোধী সাংসদরা, যারা ওয়াকফ (সংশোধন) বিল ২০২৪-এর সংসদের যৌথ কমিটির সদস্য তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন।

বিরোধী সাংসদদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এএপি সাংসদ সঞ্জয় সিং, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি প্রমুখ। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর সঞ্জয় সিং বলেছেন “আমরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেছি এবং তিনি আমাদের সমস্যাগুলি শুনেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =