তৃণমূলকে তোপ লকেটের, জানালেন পুলিশের নোটিশ পাননি তিনি

কলকাতা : আর জি কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, কলকাতা পুলিশের নোটিশ পাননি তিনি।

কলকাতা পুলিশ সাইবার ক্রাইমের ধারায় নোটিশ জারি করার বিষয়ে রবিবার লকেট বলেছেন, “এখনও পর্যন্ত আমি কোনও সমন পাইনি। কলকাতা পুলিশের আর কী কাজ আছে? গোটা দেশ এবং গোটা রাজ্য বিচার চাইছে।”

লকেট আরও বলেছেন, “পুলিশ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাঁরা কত লোককে ডেকে পাঠাবে? তাদের কি কোটি কোটি মানুষকে রাখার জায়গা আছে? আমরা সবাই একসাথে সেখানে যাব…এমনকি তারা ৪২ জন ডাক্তারকেও বদলি করেছে… আমরা কীভাবে পুলিশকে বিশ্বাস করব? টিএমসি রাজ্যসভার সাংসদও কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + thirteen =