আধার কার্ড সংশোধনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: আধার কার্ড সংশোধন বা আপডেট করতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার সকাল ১টা থেকে পানাগড় বাজারের বিএসএল দপ্তরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিএসএনএলের দপ্তরে।
স্থানীয়দের অভিযোগ, আধার কার্ড সংশোধন করতে গিয়ে তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এমনকি আধার কার্ড সংশোধন করতে আসা মানুষদের বিএসএনএলের সিম নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে দপ্তর থেকে মালপত্র পাচার করে দিচ্ছেন দপ্তরের কর্মীরা। এমনকি ছুটির দিনেও দপ্তরের মধ্যে পিকনিক করা হয়। দপ্তরের মূল্যবান তার পোড়ানো হয়। যার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ট হয়ে উঠেছে এলাকার মানুষ। দপ্তরের চারপাশে সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
যদিও বিএসএনএলের কর্মীরা অভিযোগ অস্বীকার করে নোটিশ বোর্ড থেকে নোটিশ সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন এবং দপ্তরের মধ্যে তার পোড়ানোর কথা অস্বীকার করেন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পঞ্চয়েত সদস্য তথা কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে তিনি ছুটে আসেন। কেন্দ্রের বিজেপি সরকার বিএসএনএল দপ্তরটাকে তুলে দেওয়ার চেষ্টায় আছে। যার কারণে প্রচুর সম্পত্তি পড়ে নষ্ট হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার দূষিত ধোঁয়ায় অতিষ্ট এলাকার মানুষ ও মূল্যবান সম্পত্তি পাচার করা হচ্ছে। কর্তৃপক্ষের কোনও নজরদারি নেই এই বিষয়ে।
তিনি বলেন, ‘আধার কার্ড সংশোধনের বিষয়ে তিনি পঞ্চায়েতে আলোচনা করবেন। পঞ্চায়েতের তরফ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =