কলকাতা : বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস, পাশাপাশি সরস্বতী পুজো। অন্য দিকে ধরনা চলছে গান্ধি মূর্তির পাদদেশে শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের।২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার কারণে সেই ধরনায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তাই আগের দিনই সরস্বতী পুজো করলেন ৬৮২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা।
বুধবার, সরস্বতী সাজে ক্যামেরাবন্দি হলেন এক চাকরিপ্রার্থীরই মেয়ে। এদিন ৬৮২ দিনে পড়ল নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের ধরনা। সরস্বতী সাজিয়ে তাঁর সামনে যোগ্যদের নিয়োগের বার্তাই এদিন রাখা হল প্রতীকি অর্থে। অন্যায়ের প্রতিবাদে এই সাজ বলে জানালেন চাকরিপ্রার্থী। আন্দোলনকারীদের প্রার্থনা একটাই সবার যেন চাকরি হয়। এই প্রতীকী সরস্বতী পুজোয় পথেই প্রতিমা থেকে পুজোর যাবতীয় উপচারের আয়োজন করা হয় এদিন। পুজোর অঞ্জলি নেই, এদিন উঠল চাকরিপ্রার্থীদের স্লোগান।