শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জয় দিয়ে শুরু লিটনদের

গ্রুপ পর্বে হতাশার পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। শেষ অবধি তারা সুপার ফোরে জায়গা করে নিয়েছে।  তবে শুরুটা দুর্দান্ত হল বাংলাদেশের। এ দিন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হল। শ্রীলঙ্কাকে হারিয়ে অনবদ্য শুরু বাংলাদেশের।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস। শ্রীলঙ্কা ব্যাটিং নজর কাড়ে। বিশেষ করে বলতে হয় দাসুন শানাকার ইনিংসের কথা। মাত্র ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন। ৩টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি মারেন দাসুন। লোয়ার অর্ডার ব্যাটাররা আর একটু অবদান রাখতে পারলে বিশাল স্কোর গড়তে পারত শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ২ বলে শূন্য। তবে আর এক ওপেনার সৈফ হাসান ও তিনে নেমে ক্যাপ্টেন লিটন দাস ক্য়ামিও ইনিংস খেলেন। লিটন ১৬ বলে ২৩ রান করেন। আর এতেই রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। তাঁকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করলেন লিটন। ওপেনার সৈফ হাসান ৪৫ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন।

মিডল অর্ডারে তৌহিদ হৃদয়ের হাফসেঞ্চুরি এবং শামিম হোসেনের দুর্দান্ত পার্টনারশিপ। শেষ অবধি লড়াই চালিয়ে যায় শ্রীলঙ্কা। ১৯তম ওভারে তৌহিদ হৃদয়ের (৫৮) উইকেট, শেষ ওভারে জাকের আলি ও মেহদি হাসান। যে ম্যাচ ৭ উইকেটে জেতার জায়গায় ছিল, ১ বল বাকি থাকতে ৪ উইকেটে জেতে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =